হোয়াটসঅ্যাপে নতুন ফিচার মিউট করা যাবে ইচ্ছামতো

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাজার লোকের হাজার মন্তব্যে ফোনের নোটিফিকেশনের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে আবার রয়েছে অফিস বা স্কুল-কলেজের অনলাইন পড়াশোনার গ্রুপ। সব মিলিয়ে একেবারে জগাখিচুড়ি হয়ে যায়। একাধিক নোটিফিকেশনের জ্বালায় মাঝে মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই অজান্তে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু এবার সেই জ্বালা থেকে মুক্তি দিল হোয়াটসঅ্যাপ। গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন রাখতে পারবেন। অপ্রয়োজনীয় গ্রুপ হলে সারাজীবনের জন্য মিউট করেও রাখতে পারবেন নতুন ফিচারে। নতুন ফিচারের কথা টুইট করে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মিউট অপশনের স্ক্রিনশট পোস্ট করে সংস্থাটি লিখেছে, ‘এবার যে কোনো চ্যাট অনির্দিষ্ট সময়ের জন্য মিউট করা যাবে।’ চ্যাটিং অ্যাপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগের ৮ ঘণ্টা, এক সপ্তাহের পাশাপাশি এবার চ্যাট মিউট করতে মিউট অলওয়েস (Mute Always) অপশন আসতে চলেছে। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মিউট ফরএভার অপশন পেয়ে টুইটে কেউ জানিয়েছেন থ্যাঙ্ক ইউ ফরএভার। কেউ লিখেছেন বহুকাঙ্ক্ষিত ফিচার পেয়ে খুব খুশি। কেউ বা মজা করে বলেছেন, There is God। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানা গেছে, আগামী দিনে ইন অ্যাপ পারচেজেস ও হোস্টিং সার্ভিস শুরু করতে চলেছে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞাপনচিত্রে আইরিন
পরবর্তী নিবন্ধক্লাউড গেইমিং আনল ফেসবুক