সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শফি দোভাষ ছিলেন বিশুদ্ধ ভ্যানগার্ড

স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সাবেক ছাত্রনেতা মরহুম শফিকুল আলম দোভাষের স্মরণসভা স্থানীয় জাকির হোসেন হোমিওপ্যাথিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বাবু স্বপন কুমারের সভাপতিত্বে ও রফিকুল হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আজম নাছির উদ্দিন, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, মো. খোরশেদ আলম, ফারুক আহমেদ, হাসান মুরাদ বিপ্লব, দোভাষ বেবী, মো. তারেক সর্দ্দার, আকতার উদ্দীন, খোরশেদ আলম রহমান, জালাল আহমেদ দুলাল, ওসমান গণি মানিক, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দীন পারভেজ, মরহুমের পূত্র ইশরাক দোভাষ প্রমূখ। বক্তারা বলেন শফিকুল আলম দোভাষ ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের নিঃস্বার্থ কান্ডারী। রাজপথের এই সাহসী কালজয়ী ছাত্রনেতার রাজনৈতিক জীবন দর্শন প্রজন্ম থেকে প্রজান্মান্তরে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। স্বৈরশাসক আর সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শফি দোভাষ ছিলেন একজন বিশুদ্ধ ভ্যানগার্ড। এতে আরো উপস্থিত ছিলেন নইম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব শফর আলী, বেলাল আহমদ, রায়হান ইউছুফ, আবদুল কাদের, আবদুল মান্নান ফেরদোস, শৈবাল দাশ সুমন, সালাউদ্দীন আহমেদ, আরশাদ হোসেন আসাদ, ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধইয়াবা নিয়ে তরুণীসহ দুই যুবক গ্রেপ্তার