সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পিতবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।
সমাবেশের ফাঁকে ফাঁকে গান-আবৃত্তি পরিবেশন করা হয়। দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের ‘প্রতিবাদী উচ্চারণ’ সাংস্কৃতিক পরিবেশনা সিআরবি পরিবেশ সুরক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দর্পণের প্রধান উপদেষ্টা ড. হানিফ মিয়া। বক্তব্য রাখেন মো. ইউসুফ বাবু, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আবদেল ওয়াহেদ চৌধুরী। অনুষ্ঠানে কবিতা পড়েন মাহামুদা তাসনিম ও নন্দিতা চক্রবর্তী। দলীয় ও একক গান করেন মো. আবদেল ওয়াহেদ চৌধুরী, নন্দিতা চক্রবর্তী ও সিঁথি রায়, সৈয়দ মেগদাম জিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপের কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শফি দোভাষ ছিলেন বিশুদ্ধ ভ্যানগার্ড