লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলীর চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সহযোগিতায়গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়ার মরিয়ম নগর অঞ্চলের স্থানীয় নির্মাণ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসীকে নিয়ে দিনব্যাপী বিনামূল্যে ডায়বেটিক চেকআপ, ব্লাড গ্রুপিং এবং চক্ষু চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রক্তন লায়ন জেলা গর্ভনর এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া । তিনি বলেন লায়নিজম এর মূল ধর্মই হচ্ছে সেবার হাত বাড়িয়ে দেওয়া। তিনি নির্মাণ শ্রমিক এবং তাদের পরিবারকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য লায়ন সদস্যদের ধণ্যবাদ জানান। এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডন্ট লায়ন মো. জহির উদ্দিন হেলাল, ক্লাব সেক্রেটারী লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন ইঞ্জিনিয়ার আবুল কাসেম, লায়ন রাজিব বড়ুয়া, লায়ন হাসিবুল হাসান রাশেদ, কানু বড়ুয়া, ইউপি মেম্বার মো. ইসমাইল হোসেন প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন
ডা. সোমেন তালুকদার। রেজাউল করিম সিকদার (অর্থানোমিক প্যারামেডিক), সেলিম রেজা, সেলিম মাহমুদ এবং মো. জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচন্দনাইশ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা