মা ও শিশু হাসপাতাল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন নাদের খাঁন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট, কলেজ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান এবং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ তাহের খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট এবং কলেজ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি আহসান উল্লাহ, কার্যনির্বাহী কমিটির মেম্বার মোহাম্মদ সাগির এবং খায়েজ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে কনভেনর হিসাবে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া এবং হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
শিক্ষার্থী মঈনুল ইসলাম ও তামান্না জান্নাতের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগের সর্বস্তরের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, রেসিডেন্ট ফিজিশিয়ান, রেসিডেন্ট সার্জন, কিউরেটর, প্রভাষক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, ইন্টার্নি ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সেবা খাতে বেসরকারি খাতের অংশগ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পর্যায়ক্রমে তিলে তিলে গড়ে উঠা জনহিতকর এই প্রতিষ্ঠান চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষ নার্স তৈরীর ক্ষেত্রে এতদঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বেসরকারীভাবে পরিচালিত এই ধরণের প্রতিষ্ঠান দেশে প্রশংসনীয় কাজ কর যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্য বইয়ের অনুশীলনের পাশাপশি স্বাধীনভাবে বিজ্ঞান চর্চার তাগিদ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলীর চিকিৎসা ক্যাম্প