রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কুল ছাত্রটি উদ্ধার হয়নি। এ ঘটনায় গত শনিবার দুপুরে এনামুল হোসেনসহ (৩০) তিনজনের নাম উল্লেখ করে থানায় অপহরণের মামলা করেন ওই স্কুল ছাত্রীর মা। এ বছর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্কুলে আসা যাওয়ার পথে একই এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক এনামুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। গত ৮ জুন বিকেলের দিকে স্কুল ছাত্রী বন্ধুর বিয়ে থেকে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় পৌঁছলে এনামুলসহ অন্যরা নিজের সিএনজি চালিত অটোরিকশায় করে স্কুল ছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে এখনো মেয়েটিকে উদ্ধার করা যায়নি। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীর নিখোঁজের ব্যাপারে ইতিপূর্বে জিডি হয়েছিল। পরবর্তীতে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা নেয়া হয়েছে। তবে মেয়েটি একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। যেখানে সে বলেছেতাকে কেউ অপহরণ করেনি, সে স্বেচ্ছায় ভালোবেসে ছেলেটির সাথে গেছে এবং স্বেচ্ছায় ছেলেটিকে বিয়ে করেছে। আমরা মামলাটি গুরুত্বের সাথে নিয়েছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধএকটি খুঁটি সরাতে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন রাঙামাটির হাজারো গ্রাহক