রাঙ্গুনিয়ায় বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ৮:১১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছে প্রশাসন। আজ বুধবার (৩০ মার্চ) সকালে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী মেয়ের বাবাকে অফিসে ডেকে বুঝিয়ে এই বিয়ে বন্ধ করে দেন।

মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন মেয়ের বাবা। বাল্যবিয়ে বন্ধে স্কুল শিক্ষকরা সহযোগিতা করেন।

আজ বুধবার দুপুরে স্কুল ছাত্রীটির আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কারিগরী বিভাগে পড়ে ওই ছাত্রী। পার্শ্ববর্তী মরিয়মনগর ইউনিয়নে তার বাড়ি।

সকালে সহকারী কমিশনার(ভূমি)-এর কার্যালয়ে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেয়ার সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য জাফর ছালেক সিকদার ও সদস্য ইকবাল শাহ চৌধুরী ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন মা-বাবা। মেয়ের পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে প্রশাসন ব্যবস্থা করবে।”

জানা গেছে, পরিবারের তিন কন্যা এক ছেলের মধ্যে ওই স্কুল ছাত্রী তৃতীয়। মেয়ের বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মেয়েকে ভালো পাত্র পাওয়ায় বিয়ে দিতে চেয়েছিলেন। প্রশাসন ও শিক্ষকরা বুঝানোর পর নিজের ভুল বুঝতে পেরে বিয়ে থেকে সরে আসেন বাবা।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বলেন, “বিয়েতে রাজি ছিল না ওই মেয়ে। মেয়ের বাবার আর্থিক দূর্বলতার কারণে বিয়ে দিচ্ছে শুনে আমি মেয়েটির পড়ালেখার দায়িত্ব নিয়েছি। ছাত্রীর মা-বাবাকে বুঝিয়েছি। তারা নিজেদের ভুল বুঝতে পেরে বিয়ে থেকে সরে এসেছেন। পড়ালেখার সুযোগ পেয়ে খুশি ওই ছাত্রী।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কাঠ পাচারের সময় আটক ১
পরবর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু