বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্যক্ত করে ২০ হাজার টাকা জরিমানা দিল ইভটিজার

হাটহাজারী

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ৪:৩৯ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন আজ বুধবার (১৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. রাকিব (২১) নামে এক ইভটিজারকে হাতেনাতে আটক করেছে। উপজেলার বড়দিঘির পাড় থেকে তাকে আটক করা হয়। আটক ইভটিজার ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইলিয়াস মেম্বারের বাড়ির মো. এমরানের পুত্র। প্রশাসন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দু’টি মেয়ে গত তিন বছর ধরে ঐ এলাকায় টিউশন করাতে যায়। গত কয়েক মাস ধরে কয়েকটি ছেলে মেয়েগুলোকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্যক্ত করার চেষ্টা করছিল। আজ বুধবার ঐ দু’টি মেয়ের মধ্যে হাছিনা আক্তার রাস্তা দিয়ে যাওয়ার সময় আটক ইভটিজার রাকিবসহ আরও দুই-তিনজন ছেলে একই কাজ করতছিল।
মেয়েটি প্রতিবাদ করাতে তারা তার সাথে ঝগড়া শুরু করে দেয়। এসময় মেয়েটি পুলিশের ভয় দেখালেও ছেলেগুলো ক্ষান্ত হয়নি। পরে মেয়েটি থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিব নামের এক ছেলেকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে রাকিবকে ২০ হাজার টাকা দণ্ড প্রদান করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়। ছেলেটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরো জানান, ছেলেটি দুই বছর বিদেশে থাকার পর গত পাঁচ মাস আগে দেশে আসে। সে আবার বিদেশ চলে যাবে। গত চার-পাঁচ দিন ধরে অভিযুক্ত রাকিব মেয়েগুলোকে উত্যক্ত করছে বলে জানা যায়। সার্বিক বিষয় বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত তাকে এই শাস্তি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারীসহ গ্রেফতার ৬
পরবর্তী নিবন্ধদেশে আরও ২১০ মৃত্যু