বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাথে রকঅন আইটির সমঝোতা স্মারক

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ও জব ট্রেনিং প্রদানের সুযোগ সৃষ্টির করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রকঅন আইটি গ্লোবাল (প্রা.) লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার এবং রকঅন আইটির পক্ষে উক্ত প্রতিষ্ঠানের সেন্টার ইনচার্জ ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপাচার্য প্রফেসর আওরঙ্গজেব বলেন, বর্তমানে যুগোপযোগী, দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি-কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করার জন্য প্রতিনিয়ত সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। আজকের এ সমঝোতা স্মারক এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ও অন্‌ দি জব ট্রেনিং এর মাধ্যামে সুদক্ষ ও বিশ্বমানের উপযোগী হিসেবে তাদেরকে গড়ে তুলতে সহায়তা করবে।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, আইন বিভাগের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সৈয়দ হোসেন
পরবর্তী নিবন্ধচলে গেলেন সাংবাদিক চাউচিং মারমা