নির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে চায় নগরবাসী

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

দূষণের কারণে দিন দিন মানুষের বাসের অযোগ্য হয়ে পড়ছে একমাত্র আবাস পৃথিবী। বায়ু যেমন মানুষকে বাঁচতে সাহায্য করে, তেমনি দূষিত বায়ু মানুষের মৃত্যুর কারণও হতে পারে। বায়ু দূষণ কারণে বছরে অকালে মারা পড়ছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। আইন বা প্রতিরোধের কোন কার্যকরী ব্যবস্থা না থাকায় বাংলাদেশ আজ দূষণে ও বিশ্বের সকল দেশের শীর্ষে অবস্থান করছে। নগরবাসীর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শিরপীড়া, অনিদ্রা, বদহজম ও পেপটিক আলসার আক্রান্ত হবার অন্যতম কারণ বিভিন্ন দূষণ হিসেবে চিহ্নিত। শব্দ দূষণে শিশুদের দৃষ্টিশক্তি হ্রাস ও বুদ্ধিমত্তা বাধাগ্রস্ত করে। গর্ভবতী মায়েদের জন্য ও এটা মারাত্মক ক্ষতিকর। প্রতিনিয়ত এদেশে বিভিন্ন উপায়ে মাত্রাতিরিক্ত দূষণের ফলে এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে সর্বমহল উদ্বিগ্ন। বাংলাদেশে বিভিন্ন দূষণ মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিলেও জনগণের ও কর্তৃপক্ষের কারো মাথা ব্যথা নেই। দূষণ প্রতিরোধের যে আইন আছে তাও মেনে চলা হয় না। এই আইনের প্রয়োগ হয় না বললেই চলে।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে দুর্ঘটনা