দক্ষিণ রাউজান উদয়ন সংঘের প্রস্তুতিসভা

| শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজান উদয়ন দুর্গা মন্দির ও রাম ঠাকুর সেবাশ্রম দেবগৃহ প্রবেশের প্রস্তুতিসভা সম্প্রতি উদয়ন সংঘের কার্যকরী পরিষদের সংগঠনের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশগুপ্ত, সমাজসেবক প্রকৌশলী অনুপ মিত্র, মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সুজিত দাশ মিন্টু, মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ দত্ত, সাধারণ সম্পাদক কল্লোল দাশ ঝুমুর, সঞ্চিতা দত্ত মল্লিক, হিমাদ্রি দাশ গুপ্ত রাজু, বিশ্বজিৎ বৈদ্য, প্রকৌশলী রুবেল সিকদার, রনি মিত্র, বিপ্লব দেওয়ানজী, শিমুল দাশ, কৈলাশ চক্রবর্তী, সংজয় বৈদ্য, পানিন দত্ত, সমর দে, রাজীব বৈদ্য প্রমুখ।

সভায় আগামী আগামী ৩ মার্চ উদয়ন দুর্গা মন্দির ও রাম ঠাকুর সেবাশ্রমের দেবগৃহ প্রবেশের দিন ধার্য করা হয়। দেবগৃহ প্রবেশ উপলক্ষে ২ মার্চ সন্ধ্যায় সমবেত প্রার্থনা, ৩ মার্চ চন্ডী পাঠ, সত্যনারায়ন সেবা ভোগারতি, সত্যনারায়ন পূজায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু, সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ দত্ত এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ ঝুমুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তি সত্যকে এগিয়ে নিয়ে যায় : ড. অনুপম সেন
পরবর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে দৃষ্টির ৩১ বছর পূর্তি উৎসব উদযাপিত