চট্টগ্রামের স্বনামধন্য হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদ আর নেই

| সোমবার , ১৫ এপ্রিল, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

বিশিষ্ট হ্রদরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতী ছাত্র ও সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদ রবিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামে জন্মগ্রহনকারী ৬৮ বছর বয়সী ডা. জামাল আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র এবং অসংখ্য ছাত্রছাত্রী ও গুণাগ্রাহী রেখে গেছেন।

হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জামাল ঐ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর যাবত বিনামূল্যে চিকিৎসাসেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার জনগনের সেবা করে গেছেন।

তিনি চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

আজ সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের মরদেহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বন্যহাতির হামলায় নিহত ১