চন্দনাইশে বন্যহাতির হামলায় নিহত ১

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৫ এপ্রিল, ২০২৪ at ১২:৫২ অপরাহ্ণ

চন্দনাইশের বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্যম বাইনজুড়ি এলাকায় বন্যহাতির হামলায় ১ জন নিহত ও অপর একজন আহত হয়েছে।

নিহতের নাম মো. জাগির হোসেন (৬৫)। তিনি ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। এছাড়া সালাহ উদ্দীন (৩৫) নামে অপর একজন আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, জাগির হোসেন সোমবার ভোরে নিজের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ দুটি বন্যহাতি তাকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দলটি একই এলাকার শেবন্দীর সালাহ উদ্দীনকে আহত করে।

খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম নিহতের বাড়িতে আসেন। এসময় নিহত পরিবারে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকা ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, প্রকল্প কর্মকর্তা রিয়াদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের স্বনামধন্য হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদ আর নেই
পরবর্তী নিবন্ধফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট