কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে সভা

গণহত্যা দিবস

| শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. নূর মোস্তফা টিনু। প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, শিক্ষক খন্দকার মো. নজরুল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নূর মোস্তফা টিনু বলেন, একাত্তরের ২৫ মার্চ পৃথিবীর বুকে নৃশংসতম এক গণহত্যার নাম। যা জন্ম দেয় মুক্তিযুদ্ধের। শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এর মাধ্যমে আমরা পাই একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মাহাবুবে আলম শেঠের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবরমায় এ কে এম মন্নান স্মরণে সভা