ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরুর প্রত্যাশা রাহির

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

টেস্ট সিরিজকে সামনে রেখে দু দলের প্রস্তুতিটা হচ্ছে দু রকমের। বাংলাদেশ দল অনুশীলন করছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আর ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতি চলছে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে এম এ আজিজ স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পেসারদের ভালো শুরুর প্রত্যাশার কথা জানিয়ে দিলেন বাংলাদেশ দলের তরুণ পেশার আবু জায়েদ চৌধুরী রাহি। তার মতে বল হাতে ইনিংসের শুরুতেই পেসাররা ব্রেক থ্রু এনে দিতে পারলে তা শেষ পর্যন্ত দলের জন্যও ভাল ফল বয়ে আনবে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ স্পিনার দিয়ে রন কৌশল সাজালেও পেস বোলারদেরও দাপট অব্যাহত থাকবে বলে মনে করেন রাহি । তিনি বলেন যতক্ষণ পর্যন্ত উইকেটে ভাঙ্গবেনা ততক্ষন পর্যন্ত পেসাররাই ভীতি ছড়াবে। উইকেটের সেই সুবিধা আদায় করে নিয়ে টাইগার পেসাররা যদি দ্রুতই ক্যারিবিয়দের টপ অর্ডারকে বিকল করে দিতে পারে তাহলে সাফল্য সহজ হয়ে যাবে। পেসাররা ভাল শুরু এনে দিতে পারলে তা স্পিনারদের জন্যও সহজ হয়ে যাবে। তাই সতীর্থ পেসারদের কাছে ভাল একটা শুরু চান রাহি। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদি মাধ্যমকে রাহি জানান আমরা যদি শুরুটা ভালো করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের দলের শুরুটাও ভালো হবে। এক বছর আগে জিম্বাবুয়েল বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলেছিলেন রাহি এবং তার দল । এরপর কেটে গেছে ১১ টি মাস। লম্বা এই সময়টিতে ক্রিকেটের জন্য অধীর আগ্রহে ছিলেন বলে জানালেন রাহি। তিনি বলেন প্রায় একবছর পর টেস্ট ক্রিকেট হচ্ছে। আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। এই দীর্ঘ সময়ে আমরা নিজেদের মদ্যে যেমন অনুশীলন করেছি তেমনি ম্যাচও খেলেছি। যদিও সেগুলো সীমিত ওভারের ম্যাচ। আমরা চেষ্টা করেছি নিজেদেরকে প্রস্তুত রাখার। এখন সময় এসেছে মাঠে পরীক্ষা দেওয়ার।

পূর্ববর্তী নিবন্ধরাজ্জাকের সাফল্য কামনায় মাশরাফি
পরবর্তী নিবন্ধপ্রথম টেস্টেই থাকছেন সাকিব