ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবধর্না ইউসেপের নির্বাহী পরিচালক মো. আবদুল করিমের সভাপতিত্বে ও মুহম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। বক্তব্য রাখেন ইউসেপ চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বডুয়া। প্রধান অতিথি বলেন, শিক্ষার মূল কাজ হলো ব্যক্তির আচরণের ইতিবাচক পরিবর্তন। তিনি বলেন আধুনিক ও স্বনির্ভর দেশ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। যা ইউসেপ বাংলাদেশ খুবই সুপরিকল্পিত এবং মানসম্মতভাবে পরিচালনা করে আসছে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সকল বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে এবং ইউসেপের সুনাম অক্ষুণ্ন রেখে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুর রহমান, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মেরিনা জাহান, প্রশিক্ষক ফারজানা বেগম, শামীম আরা সুলতানা, মো. মশিউর রহমান, কাজী শিরীন জাহান, মো. শামীম, মাহামুদা আক্তার, নাদিয়া আফরিন, তানজিদা সুলাইমান। শেষে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধঅপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় লায়ন মোহাম্মদ ইমরানের