অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামালখান ওয়ার্ড অফিস পরিদর্শনে মেয়র

| মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

নগরীর জামালখান ওয়ার্ড কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরিদর্শনকালে তিনি ভবনের ও অফিসের মালামাল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা অবলোকন করেন। মেয়র ভবনের দেয়াল সমূহ ভেঙে নতুন করে নির্মাণ ও বৈদ্যুতিক লাইনের পুন:স্থাপন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা একটু বেশি হয়ে থাকে। এ বিষয়ে সচেতন থাকতে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।
এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম সহ প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।মেয়র কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে ক্ষতিগ্রস্ত কম্পিউটার ও বৈদ্যুতিক লাইন দ্রুততার সাথে সংযোগ দেয়ার পদক্ষেপ নিতে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগীদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রের বহন করা উচিৎ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানবতার মুক্তির ডাক