এ অংশ নির্ধারিত আল্লারই পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ্ জ্ঞানময়, প্রজ্ঞাময়।
-আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১১) সূরা নিসা।
যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহতায়ালা তাহাকে দয়া করে না।
-আল হাদীস (তিরমিজী বোখারী, মোসলেম)।
ভালো কাজ বপন কর, আর এতে করে সুখ স্মৃতির উদ্ভব হবে।
-ম্যাডস ডি স্টেইল।