ওইসব লোক, যারা আল্লাহ ও রসূলের আহ্বানে সাড়া দিয়ে হাযির হয়েছে এরপর যে, তারা যখমপ্রাপ্ত হয়েছিলো; তাদের মধ্যেকার নেক্্কার ও পরহেজগারদের জন্য মহা সাওয়াব রয়েছে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৭২) সূরা আল-ই ‘ইমরান’।
আল্লাহ বলেন- তোমাদের মধ্যে কেহ যখন বিপদগ্রস্ত হয় তখন সে উহা আমার নিকট উল্লেখ করুক।
– আল-হাদিস (ছগির)।
ভালো পোশাক সকল দ্বার উন্মুক্ত করে।
– টমাস ফুলার।