৭৮৬

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

নিশ্চয় এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমান রাখো।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।

ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলিয়াছেন-এতেকাফকারী গোনাহ হইতে মুক্ত থাকে। এতেকাফে লিপ্ত থাকার কারণে বাহিরের অন্যান্য নেকীর কাজ করার সুযোগ না পাওয়া সত্ত্বেও সেই সব নেক কাজের ছোয়াব পাওয়া যায়। 
-আল-হাদিস (মেশকাত, ইবনে মাজা)

যার প্রতি আস্থা নেই তার প্রতি ভালবাসাও নেই। 
– ইয়ং।

পূর্ববর্তী নিবন্ধশিশুর মানসিক দিক গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে
পরবর্তী নিবন্ধএই দিনে