তবে এতে তাদের উভয়ের উপর গুনাহ বর্তাবে না যে, তারা পরস্পর পুনর্মিলিত হবে, যদি মনে করে যে, আল্লাহর সীমারেখাগুলো রক্ষা করতে সমর্থ হবে। আর এগুলো আল্লাহর সীমারেখা, যেগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন জ্ঞানসম্পন্নদের জন্য।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩০) সূরা বাক্বারা।
যে ব্যক্তি মৌনাবলম্বন করিয়াছে, সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হইয়াছে।
– আল-হাদিস (তিরমিজী, দারমী, আহমাদ)।
সব সমস্যার সমাধান আইনের মাধ্যমে হয় না।
– পালজোহান্স।