তাদের কি রাজ্য-শক্তিতে কোন অংশ আছে? এমন হলে তারা মানুষকে এক কপর্দক (তিল) পরিমাণও দেবে না।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৫৩) সূরা নিসা।
যখন এদিক দিয়া রাত্রি আসে এবং এদিক দিয়া দিন চলিয়া যায় এবং সূর্য্য অস্ত যায় তখনই রোজাদারগণ ইফতার করিবে।
– আল-হাদিস (বোখারী, মোসলেম)।
দরিদ্রের জন্য কিছু সঞ্চয় করা এবং তাদের জন্য ভাবা মানুষ হিসেবে প্রত্যেকেরই কর্তব্য।
– জন ওজেল।