৬৩ তম আন্তর্জাতিক লিও দিবস উদ্‌যাপন

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:২৮ পূর্বাহ্ণ

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ৬৩তম আন্তর্জাতিক লিও দিবস উদ্‌যাপন করা হয়। আন্তর্জাতিক লিও দিবস উপলক্ষে গত ৫ ডিসেম্বর মাল্টিপল লিও জেলা ৩১৫ এর উদ্যোগে আগারগাঁওস্থ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লায়ন্স অডিটোরিয়ামে ৬৩তম আন্তর্জাতিক লিও দিবস অনুষ্ঠিত হয়। মাল্টিপল লিও জেলার সভাপতি লিও মো. শাহরিয়ার ইকবালের সভাপতিত্বে মাল্টিপল জেলা সচিব লিও আবু হাসান মো. ফয়সালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আব্দুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক মহামরী করোনা মোকাবেলায় লিওদের এগিয়ে আসতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন লিও লায়ন আইয়ুস বাগলা।
এতে আরও উপস্থিত ছিলেন বি ১ এর জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক, এ ৩ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এস কে কামরুল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন নুরুল আলম, বি ৩ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. সিরাজুল হক, পিসিসি লায়ন রশিদ শাহ সম্রাট, মাল্টিপল জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, মাল্টিপল ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন মাহফুজুর রহমান, এ ২ এর কেবিনেট ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী, এ ৩ লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন নবিন চন্দ্র রায়, বি ১ লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডঃ খন্দকার মাজাহারুল আনোয়ার, প্রাক্তন মাল্টিপল জেলা সভাপতি লায়ন কাঞ্চন কুমার, লায়ন ফেরদৌস হাসান বানি, সদ্য প্রাক্তন মাল্টিপল জেলা সভাপতি লিও সাদিক উদ্দিন খান, বি ৩ জিএমটি কো-অর্ডিনেটর লায়ন তরিকুল ইসলাম, মাল্টিপল জেলা সহসভাপতি লিও সুজন মিয়া, লিও মোহাম্মদ পারভেজ, ট্রেজারার লিও আমিনুর রহমান রাসেল, বি ২ জেলা সভাপতি লিও সামিউল আহসান, বি ৩ জেলা সভাপতি এমএইচএম তানভীরসহ ৭ জেলার লিও নেতৃবৃন্দ। পাশাপাশি একই দিনে মাল্টিপল লিও জেলার ১ম কাউন্সিল মিটিংও অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচারএরশাদের পতন হয়েছিল
পরবর্তী নিবন্ধমশক নিধনে বাড়ি বাড়ি অভিযান সুজনের