হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট: ১৯৯১ সালে ২৯ এপ্রিল এর প্রলংকরী ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারীর মাজার প্রাঙ্গণে হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে গতকাল সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাদশা আলম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাহফজুল হক চৌধুরী, প্রফেসর কাজী মাহবুবুর রহমান ও আবু ছগির প্রমুখ। মিলাদ পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান।
আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন:২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁশখালীর উপকূলীয় এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রায় ৪০ হাজার মানুষ মারা যান। সেই ভয়ংকর দিবসটি স্মরণে বাঁশখালীতে আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ. সিনিয়র মাদ্রাসার হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। নূর হোসেন লিটুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মহিউদ্দিন, ইব্রাহিম রহমান, নেজাম উদ্দিন, মাস্টার নপুর কান্তি দাস, মাস্টার মোরশিদুল আলম চৌধুরী, মাস্টার নুরুল হক, ফরহাদুল আলম, কুতুবুদ্দিন ও হাবিবুর রহমান। শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আবু নাছের।