ঢাকায় আগামী ১০ ডিসেম্বর যে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি- তা নিয়ে সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।
কিন্তু তারা (আওয়ামী লীগ) তাদের ক্ষমতা হারানো ভয়ে ঘুম হারাম করে ফেলেছে। তারা আতঙ্কে ভুগছে। বিএনপির বিভাগীয় সমাবেশগুলো দেখে তারা ভয় পেয়েছে। এখন ১০ তারিখের নয়া পল্টনে সমাবেশের কথা শুনে আওয়ামী লীগ ভয় পেয়েছে।
গতকাল শনিবার বিকালে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন ফখরুল। ঢাকায় সমাবেশ নয়াপল্টনে করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি।











