‘গলাকাটা’ হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে নামছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার থেকে এলাকায় এলাকায় গণস্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এছাড়া ওইদিন ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর বরাবর স্মারকলিপি পেশ করা হবে। এর পর ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় কদমতলী আবুল খায়ের মেম্বার ৫ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম
চত্বরে ‘জনসভা’ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন বলেন, হোল্ডিং ট্যাক্স নিয়ে ভোগান্তি চট্টগ্রামবাসীর পিছু ছাড়ছেই না। ২০১৬ সালে বাড়িভাড়ার আয়ের উপরে ১৭ শতাংশ হারে তৎকালীন মেয়র গলাকাটা গৃহকর নেয়ার যে তোড়জোড় শুরু করেছিলেন চট্টগ্রামের মানুষ করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলে যা সারাদেশ পেরিয়ে জাতীয় সংসদ পর্যন্ত ঢেউ তোলে। এই আন্দোলনের তীব্রতায় ২০১৭ সালের নভেম্বর মাসে গলাকাটা এ অ্যাসেসমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আবার সেটা আদায় শুরু হয়েছে।











