নগরীর হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি ওয়াগন থেকে প্রায় ৩০ হাজার লিটার তেল ড্রেনে পড়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৫০ মিনিটে পদ্মা–মেঘনা ও যমুনা ডিপো থেকে ওয়াগনে তেল লোড করার পর ইয়ার্ডে প্রবেশের সময় ওয়াগন তিনটির লাইনচ্যুতির ঘটনা ঘটে।
জানা যায়, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। দুটি তেলভর্তি ওয়াগনের প্রায় অর্ধেক মাটিতে পড়ে যায়। এতে পাশে থাকা ড্রেন থেকে আশপাশের খালে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কেন লাইনচ্যুতি হয়েছে, এতে কারও গাফিলতি বা দোষ আছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন গুডস পোর্ট ইয়ার্ডের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন আজাদ বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হবে।