হালদায় ডলফিন মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। গতকাল বুধবার রাউজানের আজিমের ঘাট পয়ন্টে আরো একটি ডলফিন মরে ভেসে উঠেছে। সাড়ে সাত ফুট লম্বা মরা ডলফিনটি বনবিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মাটি চাপা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডলফিনটির ঠোঁটের একটি অংশ কাটা ছিল। এর মুখে মুখে দাঁত ছিলো না।
হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদায় ডলফিন মৃত্যুর ঘটনা উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে।
এ পর্যন্ত ৩৭টি ডলফিনের মৃত্যু খুবই হতাশাজনক। কী কারণে সর্বশেষ ডলফিনটির মৃত্যু হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া এটি জানা সম্ভব নয়।