হালদা নদী থেকে আরো একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নদীর দক্ষিণ বাড়িঘোনা উত্তর মসজিদের পাশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৪ ফুট ৮ ইঞ্চি ও প্রস্ত ১ ফুট ১ ইঞ্চি। ওজন ২৫ কেজি ৩শ গ্রাম। ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নৌ পুলিশ এবং আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রিচার্স ল্যবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, বেশ কয়েকদিন পূর্বে এটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে। পচন ধরে যাওয়ায় পোস্ট মর্টেম করা হয়নি। মাটি চাপা দেওয়া হয়েছে। এ পর্যন্ত হালদা থেকে ৪০ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।