হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম বড় মাদরাসায় গতকাল রোববার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি মাদরাসায় হাইয়াতুল উলয়ার পরীক্ষার কেন্দ্রও পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মঞ্জুরুল আলম।
এ সময় তিনি বলেন, হাটহাজারী বড় মাদরাসা শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ মাদরাসার মসজিদ সংলগ্ন স্থানে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান কালি মন্দির। মসজিদ ও মন্দিরের পাশাপাশি সহ অবস্থানের ঘটনা দেশে খুব কমই রয়েছে। একারণে মাদরাসাটি সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সুনাম দেশ বিদেশে রয়েছে। এক সময় এ মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা সনদের অভাবে সরকারি কোন উচ্চপদে চাকুরি করতে পারত না। বর্তমান সরকার কওমি সনদ প্রদান করে দেশে বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। সনদের কারণে কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা সরকারি যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করতে পারছে। মাদরাসার ঐতিহ্য ও সুনাম রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে আবদুর সালাম চাঁটগামী, মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন মুনির ও মাদরাসার সিনিয়র শিক্ষকগণ। পরে সংসদ সদস্য ব্যারিস্টার আনিস মাদরাসায় চলমান হাইয়াতুল উলয়ার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি মাদরাসার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মাদরাসায় উপস্থিত হয়ে তিনি মাদরাসার শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।