হকিতে উদয়ন ও ব্রাদার্সের জয়লাভ

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মাদারবাড়ী উদয়ন সংঘ ৪-০ গোলে শতদল জুনিয়রকে পরাজিত করে। বিজয়ী দলের ইমাজ উদ্দীন, মোহাইমিনুল হক, আসিবুল এবং আবুল বাশার প্রত্যেকেই ১টি করে গোল করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের আসিবুল। তাকে ক্রেস্ট প্রদান করেন মাদারবাড়ী উদয়ন সংঘের কর্মকর্তা নজরুল ইসলাম।
দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৭-০ গোলে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীকে পরাজিত করে। ব্রাদার্স ইউনিয়নের অর্পন ৪টি গোল করেন। এছাড়া সৃজন, সাদ্দাম এবং শহীদুল প্রত্যেকেই ১টি করে গোল করেন। এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর রাইসুল। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধআরও একজন রাবেয়া মঞ্চস্থ হলো চিটাগাং ক্লাবে
পরবর্তী নিবন্ধরাইজিং ষ্টার হারালো বাকলিয়াকে