সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জিইসি মোড় ও বন্দরে পৃথক দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড় ও বন্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. তামিম (২০) ও পলাশ মাহমুদ (৪২) নামে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জিইসি মোড়ে ফ্লাইওভারের উপর এবং দুপুর আড়াইটার দিকে বন্দরের ৫নং জেটি গেইটের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
বন্দর থানার এসআই আকমল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ৫ নম্বর গেইটের সামনে কভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ মাহমুদ নামের একজন প্রাণ হারান। এতে রুপন বনিক নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, তিনি আরোহী। নিহত পলাশ মাহমুদ (৪২) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালাতেন। রুপন বণিককে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ঘাতক কাভার্ডভ্যান ও চালক গিয়াস উদ্দিকে আটক করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জিইসি মোড় এলাকার ফ্লাইওভার থেকে তামিম নামের এক মোটর সাইকেল আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে আসা শহীদুল জানিয়েছেন, তামিম মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারে জিইসি মোড়ের ইউনেসকো সেন্টার এলাকার আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, আহত ৩
পরবর্তী নিবন্ধপরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ পেলে’ দেখবে ডিবি