স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে

কেলিশহর উচ্চ বিদ্যালয়ে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি স্বাধীন দেশ দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই দুস্থ, অসহায়দের জন্য ভিজিএফ, ভিজিডি, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ও

 

গর্ভবতী মায়েদের ভাতা, স্বামী পরিত্যাক্তাদের জন্য ভাতা, বিধবা ভাতা প্রদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে সরকার। এ ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তিনি গত মঙ্গলবার দুপুরে উপজেলার কেলিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। শিক্ষক প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, ওসি রেজাউল করিম মজুমদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, ফারহানা আফরিন জিনিয়া, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক নুরউর রশিদ চৌধুরী এজাজ, প্রধান শিক্ষক শেখর দাশগুপ্ত, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার নবী, চম্পক দেব, বরুন চক্রবর্তী, ডা. শিবু চক্রবর্তী, নিভা চৌধুরী, তাপস দে আকাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কর্মশালা
পরবর্তী নিবন্ধবায়ু ও শব্দদূষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি