স্বপ্নমন চম্পা চক্রবর্তী | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ সময় এখন যায় না ভালো কাকে বলবো বলো? ভালো বললে মন্দটা হয় কেমন টলোমলো! মনকে বলি বলো না কথা শোনে না এই দুষ্টু মন আপন মনে বলতে শেখো স্বপ্ন দেখো কতক্ষণ। বাঁকা পথও হাতছানি দেয় আছে অনেক বাধা সোজা পথে চলছি আজও মন রেখেছি সাদা।