পরিবারের সুশিক্ষায় সমাজের অবক্ষয় রোধ করতে পারে

শ্রীধর দত্ত | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

আমরা সবাই পরিবার থেকে বড় হয়ে উঠেছি। পরিবার থেকে যে শিক্ষা পাবে সে শিক্ষা সমাজে প্রতিফলিত হবে। একটি পরিবারের সুশিক্ষা বদলে দিতে পারে একটি সমাজ একটি গ্রাম সর্বোপরি একটি দেশ। পারিবারিক শিক্ষা বলতে ভদ্রতা নম্রতা চরিত্রবান বড়দের প্রতি সম্মান সমাজের গুরুজনদের প্রতি শিষ্টাচার সকলের প্রতি সোহার্দ্য পূর্ণ আচরণ অন্যায় কাজ থেকে বিরত থাকা অসৎ বন্ধুদের সাথে মেলামেশা না করা। এসব ব্যাপারে পরিবারের পিতা-মাতা বড় জনদের দেখভাল করতে হবে কঠোরভাবে। পরিবারের মধ্যে ছোটকাল থেকে যদি এইসব শিক্ষাগুলো দেওয়া হয় তাহলে সে কখনো অন্যায় কাজে পা বাড়াবে না। নিজের সন্তান হলেও অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। উঠতি বয়সের ছেলেরা আজ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হচ্ছে কিশোর গ্যাং নামে পরিচিত হচ্ছে; যা সমাজের জন্য খুবই ক্ষতিকর একটি প্রভাব। অভিভাবককে অর্থের পিছে ঘুরলে হবে না সন্তানের দিকেও খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কষ্টার্জিত অর্থের কোনো মূল্য থাকবে না।
আপনি একজন ব্যর্থ পিতা হিসেবে সমাজ আপনাকে অন্য চোখে দেখবে। তখন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঢেলে দিয়েও সন্তানকে সৎ পথে ফেরাতে পারবেন না। আজ যে সন্তানেরা অপরাধের সাথে জড়িত খোঁজ-খবর নিলে দেখবেন পরিবারের আস্কারা কিংবা অবহেলার কারণে আজ তাঁরা ধ্বংসের পথে। তাই প্রতিটি পরিবারকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাই শিক্ষিত করে তুলতে হবে। পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে তবেই সমাজের বিভিন্ন অপরাধ নির্মূল হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নমন
পরবর্তী নিবন্ধবিদেশের মাটিতে বিরল সম্মান