আজাদীতে প্রকাশিত সংবাদে জানা যায়, দেশের শস্য ভান্ডার খ্যাত রাংগুনিয়ার গুমাই বিল ও মীরসরাইয়ের বিভিন্ন স্থানে চলছে সোনালী ধানের উৎসব। এবার ফসলে বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা খুবই আনন্দিত। দেশের খাদ্য উদ্বৃত্ত উপ-জেলা হিসেবে রাঙ্গুনিয়ার সুনাম রয়েছে।
জানা যায়, গুমাই বিলে এ মৌসুমে যে পরিমাণ ধান উৎপাদন হয় তা দিয়ে পুরো দেশের অন্ততঃ আড়াই দিনের খাবারের চাহিদা মেটানো সম্ভব। মাঠে সোনালী ধানের দোলায় ফুটেছে কৃষকের মুখের হাসি। সোনালী ধানে হাসছে রাংগুনিয়ায় গুমাই বিল। কৃষকেরা ধান কাটা শুরু করেছে। এক বর্ণিল উৎসবে মাতোয়ারা এখন কৃষক কুল। লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশী ধান পাওয়া যাবে বলে কৃষকেরা আশাবাদী। আমরা মনে করি, কৃষকদের কষ্টার্জিত ফসলের কাঙ্খিত দাম পাওয়া গেলে তারা লাভবান হবে এবং সোনালী স্বপ্ন পূরণ হবে।
এম. এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।