আমাদের চট্টলা

বাসন্তিকা বড়ুয়া | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলার আদূরে ললনা মোদের চট্টলা – এমন অপরূপ সাজে কে সাজালো তারে! এতো সুধারসে সাজানো বরণ ঢালা, তারই বরণের তরে? সাগর-নদী, ডোবা-পুকুর পথের দুধারে; ঘুরে ঘুরে দেখি বিমুদ্ধ নয়নে, এই মায়াবিনীর অপূর্ব শোভা জড়িয়ে রয়েছে পথে প্রান্তরে। পাহাড়, সমতল দেখিলাম ঘুরে ফিরে -যেথায় নৈশব্দে অমলিন আমার শৈশব কৈশোর ঘিরে।
রয়েছে অনুজ প্রতিম পাড়া-প্রতিবেশীরা -হদয়ের স্মৃতির পাখিরা পাখা মেলে উড়ে। শ্রান্ত পথিকের বুকের স্পন্দন রূপে বয়সের ভারে দেহের স্তরে স্তরে, অবসন্নতায় নৈরাশ্য জাগে অন্তর জুড়ে; নীরবে আঘাত হানে ক্ষয়িষ্ণু অন্তরীণ হতে পরপারের সংকেতে, অজানার স্রোতে, ছুটির নিমন্ত্রণ আয়োজনে সামিল হতে- জগতের সব মায়া, মিছে ছলনা, ছেড়ে দিতে হয় লালিত বাসনা; আজন্ম চেনা-জানা সুখের ঠিকানা- মোদের চাঁটগা, এর জুড়ি মিলে না! নিঃশ্বাসের নিরুদ্বেগ প্রহরে, সাঙ্গ করিতে পারে যেন ভবের লীলা, তোমারই ক্রোড়ে।
লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধসোনালী ধানে কৃষকের হাসি
পরবর্তী নিবন্ধভাষার মাসে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা হোক