কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এ পর্বের প্রথম দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে রাইজিং স্টার জুনিয়র এবং কোয়ালিটি স্পোর্টস নিজ নিজ খেলায় জয়লাভ করে। তাদের জয়ের দিনে দুই শতদল, শতদল সিনিয়র এবং জুনিয়র দুটি দলই পরাস্ত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার ক্লাব জুনিয়র ৭৬ রানে শতদল ক্লাবকে পরাজিত করে। টসে জিতে রাইজিং স্টার জুনিয়র প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৯৪ রান সংগ্রহ করে। সাজিদ হাসান সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া নাদিমুল কবির সম্রাট ৩৮,ইমরান ফয়সাল ২৪,রহিম আহমেদ ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। শতদল ক্লাবের সাখাওয়াতুল ইসলাম ২৬ রানে ৫টি উইকেট দখল করেন। সাকিব হোসেন ২টি, উত্তম সরকার ১টিপ উইকেট নেন। জবাব দিতে নেমে শতদল ক্লাব রহিম আহমেরদ বোলিং তোপে ৩৭.২ ওভার ব্যাট করে ১১৮ রানে গুটিয়ে যায় যায়। তাদের দুই ওপেনার শূন্য রানে ফিরে যান। ফজলে রাব্বি ৫৫ আর মো. হান্নান ছাড়া আর কেউ ভূমিকা রাখতে পারেননি। রহিম আহমেদ ১২ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। ইরফাতুজ্জামান আলভী ২টি এবং সাজিদ আবদুল্লাহ ১টি উইকেট নেন।মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সুপার ফোর পর্বের অপর ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১১৭ রানে শতদল ক্লাব জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে কোয়ালিটি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট ২১৯ রান করে। ওপেনার শরীফ আহমেদ বাবু ৫৭,আশরাফ নাহিদ ৫৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ইমাম হোসেন ১৫,হাবিবুল্লাহ নিশাদ ২৬,জসিম অপরাজিত ১১ এবং ওসমান গনি অপরাজিত ১৯ রান করেন। অতিরিক্ত রান হয় ১৮। শতদল জুনিয়রের তানভীর হোসেন এবং হাসান রাজা ৩টি করে উইকেট নেন। মাহফুজুল ইসলাম ২টি এবং ইমতিয়াজ উদ্দিন ১টি উইকেট পান। ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শতদল ক্লাব জুনিয়র ৩৪ ওভারে ১০২ রানে অল আউট হয়ে যায়। তাদের হাসান রাজা ২৭,এফ এ আসিফ ১৬ এবং হাফিজুর রহমান ২০ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫। কোয়ালিটির ইসমাইল হোসেন ৩০ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া মো. ওসামা ২৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান ওসমান গনি এবং মো.জসিম।