সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর তৌহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চৌধুরী পশ্চিম মহাদেবপুর (নামার বাজার) এলাকার মৃত তফসিল আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামির সীতাকুণ্ড আমীরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার নামে সর্বমোট ৩৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ২০১৩–১৪ সালের সীতাকুণ্ডে সংগঠিত আগুন সন্ত্রাসসহ নাশকতার মূলহোতা হিসাবে অভিযুক্ত। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












