শব্দ দূষণ রোধে নগরীর সিটি গেট এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২০টি গাড়ি থেকে ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি ২০ টি মামলা দায়েরের মাধ্যমে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। যা পরে ধ্বংস করা হয়। গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় ও গবেষণাগার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও হাছান আহম্মদ, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, পরিদর্শক মো. মনির হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের নমুনা সংগ্রহকারী মো. মোজ্জামেল হক।