চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৬০.৩৭ কোটি টাকা। ১২,৩৪৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৮৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৬.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৬৬৩.৬৫ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭০.১৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ৩.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮২.১৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ১৪.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৩১.৩২ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৭,২০৬.৬২ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৩৩৫.৭০ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬০ টির, কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।