চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের হয়েছে ১৮.৭০ কোটি টাকা। ৯,৭৪৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৬.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৭.৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,২৮২.৬২ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৬৩.৭২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৯.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬১.৭৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১২.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫২.১৩ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৯,৮৪১.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৪৯৪.৪৯ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, কমেছে ১৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।