আবুধাবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ১২০

| বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ টুইটার বার্তায় জানায়, প্রাথমিক খবরে বলা হয় যে এ দুর্ঘটনায় ৬৪ জন সামান্য ও ৫৬ জন মধ্যমভাবে আহত এবং দুইজন নিহত হন। খবর বাসসের।

তারা আরো জানান, সোমবার বিস্ফোরণে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি ভবনের সম্মুখভাগ ও কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর চারটি থেকে লোকজনকে ‘নিরাপদভাবে’ সরিয়ে নেয়া হয়েছে। ‘ভবনগুলো সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত’ এসব ভবনের বাসিন্দাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে গত ১৭ জানুয়ারি আবুধাবিতে ইয়েমেন বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন তেল কর্মী নিহত হওয়ার পর থেকেই ইউএই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইউএই হচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ। জোটটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারের পক্ষে ২০১৫ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৭০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকোভিড নিয়ে আড়াই কোটি ভুল তথ্য মুছেছে ফেইসবুক