হালিশহর থানাধীন এলাকার অলিগলিতে দাপিয়ে চলছে আদালত কর্তৃক নিষিদ্ধঘোষিত শত শত ব্যাটারিচালিত রিকশা। ১২-১৪ বছরের ছোট ছোট ছেলেদেরও দ্রুতগতিতে এ রিকশা চালাতে দেখা যাচ্ছে এবং প্রতিদিনই ঘটছে ছোট ছোট অনেক দুর্ঘটনাও। বিদ্যুৎ দিয়ে এ ধরনের রিকশার ব্যাটারিগুলো চার্জ দিতে হয়। সরকারি হিসাব বলছে দেশে এখন বিদ্যুতের উৎপাদন- চাহিদারও বেশি। কোনো লোডশেডিং নেই। কিন্তু এরপরও হালিশহর এলাকায় দিনে-রাতে বেশ কয়েকবার চলছে বিদ্যুতের আসা-যাওয়া। একে বিদ্যুতের লোডশেডিং বলেই মনে করছেন গ্রাহকরা। মূলত গ্যারেজে গ্যারেজে অথবা ঘরে ঘরে রিকশার শত শত ব্যাটারি চার্জ দেয়া হচ্ছে বিধায় বিদ্যুতের ট্রান্সফরমারগুলো লোড নিতে পারছে না বলেই মনে করছেন সচেতন গ্রাহকরা। এ ধরনের ভেল্কিবাজি থেকে গ্রাহকদের রক্ষায় গ্যারেজে গ্যারেজে থাকা বৈদ্যুতিক মিটারের সংযোগ বৈধ কিনা তা মনিটরিং করে অভিযান পরিচালনা করতে পিডিবি কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার এবং আদালতের রায় বাস্তবায়নকারী সংস্থা হিসাবে অবৈধ রিকশাগুলোর চলাচল বন্ধ করতে সিএমপি কমিশনারের আশু পদক্ষেপ কামনা করছি।
-জসীম সিদ্দিকী, গণমাধ্যমকর্মী।