সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোডে হোক হাসপাতাল

মাহতাব উদ্দিন চৌধুরী | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জায়গায় করা মার্কেট এবং মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত বিশাল জায়গা অবৈধ দখলদারদের দখলে। যেখানে বড় মানের পাঁচটি ইউনাইটেড হাসপাতাল করা সম্ভব। আইস ফ্যাক্টরি রোডে রেলের এক মাফিয়া ডন অবৈধভাবে মার্কেট নির্মাণ করে শতকোটি টাকা লোপাট করে। পাশাপাশি মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত দখলে রাখার জন্য কেজি স্কুল, মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে দখল করে আছে প্রায় অর্ধ শতাধিক একর জায়গা। রেলওয়ের কর্মকর্তাদের যোগসাজশে রেলওয়ের শত শত একর জায়গা বিভিন্ন ভাবে দখল করে আছে প্রভাবশালী ব্যক্তিরা। রেলওয়ের কর্মকর্তারা ওইসব জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে চট্টগ্রামের হৃদপিণ্ডখ্যাত সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার জন্য উঠে পড়ে লেগেছে। চট্টগ্রামবাসীর দাবি সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোড এবং মাদার বাড়িস্থ রেলওয়ে কলোনি থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ইউনাইটেড হাসপাতাল বা স্বনামধন্য প্রতিষ্ঠানকে দিয়ে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হোক। চট্টগ্রামবাসীর প্রাণের দাবি সিআরবিতে কোন বেসরকারি হাসপাতাল করা যাবে না, সবুজ পরিবেশ নষ্ট করা যাবে না।
মাস্টারদা সূর্যসেন এবং বীরকন্যা প্রীতিলতার বীর চট্টলা প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে সিআরবিতে যেকোনো মূল্যে হাসপাতাল নির্মাণ প্রতিরোধ করা হবে। যদিও বা চট্টগ্রামের কিছু নেতা সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করতে বদ্ধপরিকর। চট্টগ্রামবাসী চাই ইউনাইটেড হাসপাতাল এর মতো বড় হাসপাতালগুলো চট্টগ্রামে আসুক। আইস ফ্যাক্টরি রোড এর মোড় থেকে মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত রেলওয়ে জায়গাটি লাগোয়া। চট্টগ্রামের বিখ্যাত নিউ মার্কেট এর আশেপাশে এই এলাকাটি। এখানে হাসপাতাল করা হলে তিনটি রাস্তা পাবে ইউনাইটেড হাসপাতাল।

পূর্ববর্তী নিবন্ধযত্নে থাকুক শৈশবের স্মৃতিগুলো
পরবর্তী নিবন্ধও হে জীবন! আবার হ্যামিলনের বাঁশিওয়ালা হও