সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বাড়ছে

নুসরাত জাহান মুক্তা | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

করোনাকালে দেশে তথ্য-প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সমান্তরাল হারে বেড়েছে সাইবার অপরাধ। ব্যবসা, পড়াশুনা, বিনোদন প্রতিটি কাজেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো আমরা ব্যবহার করছি। দেশে ফেসবুক, ইউটিউব, লাইকি, টিকটক, বিগো লাইভের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ শুধুই বেড়ে চলছে। আমাদের দেশে ফেসবুক ব্যবহারে বয়সের নির্দিষ্ট সময়সীমা নেই বলে শিশু-কিশোররাও আজকাল ভুয়া আইডি খুলছে, অনুমতিবিহীন ছবি চুরি করে বিকৃতভাবে সাজিয়ে ধর্ষণ ও সম্মানহানি করার মতো ঘটনা ঘটছে। যৌন হয়রানিমূলক একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ব্যবহার করে হয়রানি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনাও বেড়েছে। এ ছাড়া ই-কমার্সে পণ্য কিনতে গিয়ে প্রতারণার ঘটনাও বেড়ে চলছে। টিকটকের মাধ্যমে দ্রুত তারকাখ্যাতি অর্জন করতে কিশোররা জড়িয়ে পড়ছে অশ্লীল ভিডিও তৈরিতে। এসবের অতিরিক্ত অপব্যবহারে নষ্ট হচ্ছে লেখাপড়া এবং মানুষের মানসিক দুশ্চিন্তা ও অশান্তি বৃদ্ধি পাচ্ছে। ফোন নিয়ে খুব বেশি সময় যারা ব্যয় করছেন তারা এক ধরনের কল্পনার জগতে বিরাজ করছেন। বিশেষ করে পারিবারিকভাবে যথাযথ শিক্ষা দিলে এ ঝুঁকি থেকে অনেকটাই তরুণদের মুক্তি মিলবে। ইতোমধ্যেই অনেক দেশে স্ন্যাপ চ্যাট, ইমু, টিকটকসহ এ ধরনের অ্যাপসের উপর কড়াকড়ি আরোপ এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধর্ষণ-নারী-নির্যাতন-খুন-গুমের প্রবণতা তৈরির পেছনেও রয়েছে এসব সামাজিক মাধ্যম। পারিবারিক নজরদারি ও নৈতিক শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা সৃষ্টিই পারে এসব মাধ্যমের সঠিক ব্যবহারে উৎসাহিত করতে। এসব সমস্যা থেকে উত্তরণে সরকারের উচিত সর্বোচ্চ আন্তরিকতায় অগ্রসর হওয়া এবং সাইবার অপরাধ বন্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে নালার উপর ফুটপাত দরকার
পরবর্তী নিবন্ধসমাজ পরিবর্তনে তরুণদের দায়িত্ব নিতে হবে