সমাজ পরিবর্তনে তরুণদের দায়িত্ব নিতে হবে

শেখ বিবি কাউছার | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

তরুণরা আপনার কাদের অনুসরণ করবেন? রুপালি পর্দার হিরোদের নাকি রুপালি পর্দার বাইরে আসল হিরোদের? যেসব মানুষের চিন্তা ও কাজ সমাজ সচেতনতার উপজীব্য, নতুন প্রজন্মরা অনুসরণ করবেন তাদেরকে। তাদেরকে অনুসরণ করা ও হতে পারে এক ধরনের মূল্যবান অভিজ্ঞতা। যা আপনাদের সামনে চলার পথে কাজ দিবে। আপনারা হবেন মানবিক গুণসম্পন্ন, সামাজিক সচেতন এবং পেশাগত নৈতিকতা অর্জনে অন্যান্য। তাদেরকেই অনুসরণ করুন যাদের জীবন কষ্ট ও পরিশ্রমের কারণে হয়েছে সার্থক আর দেশের সেবা করার জন্য উজাড় করে দিয়েছেন নিজেদের। আমরা এখন এমন এক সমাজে বাস করছি যেখানে দুর্নীতি, বিভিন্ন সামাজিক অসংগতি, প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের মতো মহামারি আকারে। আমাদের মধ্যে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব দেশপ্রেমে উদ্বুদ্ধ ভালো মানুষের। তবে আপনারা মনে রাখবেন, ভালো মানুষ থাকেই বলা যায় যে খারাপ মানুষের ভীড়েও ভালো মানুষের গুণাবলি ধরে রাখতে পারেন, থাকতে পারে নীতি ও সততায় অটল। সমাজের যারা অবহেলিত মানুষ আছেন তাদের প্রতি আপনারা হবেন সদয়। আর যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে, দুর্নীতি করে তাদের প্রতি হবেন ভীষণ কঠোর ও আপোষহীন। ন্যায়-নীতির প্রশ্নে আপনারা হবেন দৃঢ় ও আত্মপ্রত্যয়ী। দেশের খেটে খাওয়া মানুষগুলো যেন আপনাদের কথা ও কাজের উপর প্রগাঢ় আস্থা ও বিশ্বাস রাখতে পারেন এই কামনায়।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বাড়ছে
পরবর্তী নিবন্ধমানুষরূপী উইপোকা