সান্ত্বনার জয় নাকি ২১ বছর পর হোয়াইটওয়াশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে শেষ ওয়ানডে কাল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

শিরোনাম দেখে অনেকেই হয়তো অবাক হবেন। বাংলাদেশ কি তাহলে হোয়াইটওয়াশ হয়নি গত ২১ বছরে। হ্যাঁ হয়েছে। তবে জিম্বাবুয়ের কাছে হয়নি। আর সে জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষে দুই সিরিজে নিজেদের এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারার কথা ছিল। কিন্তু উল্টো দুটি সিরিজেই হারের লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে। সকল পরীক্ষা নিরীক্ষা হয়েছে বুমেরায়। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে পরাজয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিল বাংলাদেশ দল। গত ৯ বছর ধরে তাদের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি টাইগাররা। সবশেষ সিরিজও হেরেছিল সেই ২০১৩ সালের সফরেই। এবার ফিরে এলো এ দুই অভিজ্ঞতাই।
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পেলো তারা। এবার জিম্বাবুয়ের সামনে সুযোগ আরও পুরোনো আক্ষেপ ঘোচানোর। গত ২১ বছর ধরে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি তারা। সবশেষ ২০০১ সালে বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল জিম্বাবুয়ে। এরপর তারা আরও চারটি সিরিজ জিতলেও প্রতিবার হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।
এই সিরিজের আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ওয়ানডে সিরিজ হয়েছে মোট ১৮টি। যার মধ্যে বাংলাদেশই জিতেছে ১২টি। জিম্বাবুয়ের জয় ছয়টিতে। এবার সে সংখ্যাকে সাতে উন্নীত করলো জিম্বাবুয়ে। আগের ছয় সিরিজ জয়ের মধ্যে মাত্র দুবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পেরেছিল জিম্বাবুয়ে। সর্বপ্রথম ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের সবকয়টি হেরেছিল বাংলাদেশ। একই বছরের নভেম্বরে বাংলাদেশে এসে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল সফরকারীরা। এ দুটিই ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম দুই সিরিজ। ২০০৫ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারায় টাইগাররা।
২০০৬ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে ৩-২ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর ২০১০ পর্যন্ত ছয়টি সিরিজের একটিও জিততে পারেনি জিম্বাবুয়ে। তবে প্রতি সিরিজেই একটি করে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় তারা। পরে ২০১১ ও ২০১৩ সালে ঘরের মাঠে পরপর দুই সিরিজ জিতে আক্ষেপ মেটায় জিম্বাবুয়ে। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর গত নয় বছরে পাঁচটি ওয়ানডে সিরিজের মোট ১৯টি ম্যাচের একটিতেও হারেনি টাইগাররা। অর্থাৎ টানা পাঁচ সিরিজেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার সেই জিম্বাবুয়েতে গিয়েই আবার সিরিজ হারলো বাংলাদেশ। আগামীকাল বুধবার হবে সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচে জিতলে ২০০১ সালের পর আবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে জিম্বাবুয়ে। ঘুচবে তাদের ২১ বছরের অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধনতুন জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধদ্রুত জন্মনিবন্ধনসহ কয়েক দফা নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের