সাউদার্ন ইউনিভার্সিটির সেন্ট্রাল রিসার্চ সেলের উদ্যোগে ‘রিসার্চ মেথডোলজিস অ্যান্ড হাউ প্রিপেয়ার প্রজেক্ট প্রোপোজাল ফর ফান্ডিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রিসোর্স পার্সন ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক। কেন্দ্রীয় গবেষণা সেলের পরিচালক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।