রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক মডেল

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য রাউজান একটি মডেল। এই উপজেলায় প্রতিটি ধর্মীয় উৎসব হয় সকল ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উৎসবের আমেজে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পূজাকে ঘিরে তারা নাশকতা সৃষ্টির পায়তারা করছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার সকালে রাউজান কেন্দ্রীয় মন্দির রাস বিহারী ধাম চত্বরে শারদীয় দুর্গোৎসবের জন্য সরকারি অর্থ সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে রিসার্চ মেথডোলজিস বিষয়ক কর্মশালা